সোহম চক্রবর্তীর জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ৫ ডিসেম্বর, ২০১৯

সোহম চক্রবর্তী

সোহম চক্রবর্তী একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। একই সাথে তিনি একজন রাজনীতিবিদ। এই দুই ভিন্ন জায়গাতেই তিনি সমান পারদর্শীতার সঙ্গে ভারসাম্য বজায় রেখে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে রাজনীতির থেকে অভিনয় জগতেই তিনি বেশী স্বাচ্ছন্দ্য  বোধ  করেন।

জন্ম ও পরিবার

সোহম চক্রবর্তী ৪ঠা মার্চ ১৯৮৪ সালে বেহালায় জন্মগ্রহন করেন। তাঁর পিতা  সুব্রত চক্রবর্তী ও মাতা দীপা চক্রবর্তী। তাঁর বোন শ্রীপর্না চক্রবর্তী ও এক তুতো ভাই শ্রেশ ভৌমিক। সোহম ২০১২ সালে তানিয়া পাল কে বিবাহ করেন। বর্তমানে তিনি দুই সন্তানের পিতা।

Sohom Chakrabarty

অভিনয় জীবন

সোহম চক্রবর্তী ১৯৮৭ সালে ছোট বউ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন এবং তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। এভাবেই তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন। এরপর একে একে মঙ্গলদ্বীপ, গরমিল, শাখা প্রশাখা প্রভৃতি সিনেমায় তিনি শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেন। এরপর ‘চাঁদের বাড়ি’ সিনেমায় তিনি প্রাপ্ত বয়সে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর ‘বাজিমাত’ সিনেমায় সোহম অভিনয় করলেও ছবিটি সেভাবে সাফল্য পায়নি। তবে ২০০৯ সালে রাজ চক্রবর্তি পরিচালিত ‘ প্রেম আমার’ সিনেমায় তাঁর অভিনয় তাকে প্রচুর সাফল্য এনে দিয়েছিল। এরপর তিনি জিনা, রহস্য, সোলজার প্রভৃতি সিনেমায় অভিনয় করলেও সেগুলি বাণিজ্যিক সাফল্য পায়নি। তবে এই ব্যার্থতা তাঁকে থামিয়ে রাখতে পারেনি। তিনি ক্রমাগত চেষ্টা চালিয়ে গেছেন আমাদের কাছে তাঁর সেরা অভিনয় তুলে ধরার। এই জন্যই ২০১০ সালে অমানুষ, ২০১১ সালে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ২০১২ সালে লে হালুয়া লে, বোঝেনা সে বোঝেনা, ২০১৩ সালে লাভেরিয়া, ২০১৪ সালে গল্প হলেও সত্যি, বাঙালি বাবু ইংলিশ মেম প্রভৃতি সিনেমাগুলি প্রচুর বাণিজ্যিক সাফল্য লাভ করে। এই সিনেমাগুলির প্রত্যেকটিতে তিনি চমৎকার অভিনয় করেছেন।

অভিনীত চলচ্চিত্র সমূহ

১৯৮৮ – ছোট বউ
১৮৮৯-  মঙ্গলদীপ
১৯৯০- শাখাপ্রশাখা, গরমিল, দেবতা
১৯৯১- নবাব
১৯৯২-সুরের ভুবনে
১৯৯৭- মায়ার বাঁধন
২০০১- এক টুকরো চাঁদ
২০০৭- চাঁদের বাড়ি
২০০৮-বাজিমাৎ
২০০৯- প্রেম আমার, রহস্য, জিনা,
২০১০- সোলজার, অমানুষ, হ্যাংওভার, কিছু পাওয়া কিছু চাওয়া
২০১১- আতঙ্ক, ফান্দে পড়িয়া বগা কান্দে রে
২০১২-লে হালুয়া লে,জানেমন, জীবন রঙ, বোঝেনা সে বোঝেনা,
২০১৩-লাভেরিয়া
২০১৪- বাঙালি বাবু ইংলিশ মেম, গল্প হলেও সত্যি
২০১৫- জামাই ৪২০, শুধু তোমারই জন্য, ব্লাক, অমানুষ ২, কাঠমান্ডু,
২০১৬-গ্যাংস্টার
২০১৭-আমার আপনজন, দেখ কেমন লাগে, জিও পাগলা
২০১৮- হানিমুন, রঙ বেরঙ্গের কড়ি, পিয়া রে, তুই শুধু আমার, বাঘ বন্দী খেলা


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।




সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography